সেন্ট মার্টিনের বিষয়ে গুজব ছড়ানো হচ্ছে বলে মন্তব্য করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী। তিনি বলেছেন, টেকনাফের বিচ্ছিন্ন দ্বীপ সেন্টমার্টিন নিয়ে কোনো কোনো মহল গুজব ছড়াচ্ছে। এই গুজবে কেউ কান না দেবেন না।

বৃহস্পতিবার (২৭ জুন) সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই কথা বলেন। এদিন বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে যোগ দেন সংস্থাটির প্রধান।

তিনি বলেন, মিয়ানমারের অভ্যন্তরে ঝামেলার কারণে ভুগবে না বাংলাদেশ। ঝুঁকিপূর্ণ এলাকা এড়িয়ে ইনানী থেকে বিকল্প পথে জাহাজ চলছে বলেও জানান তিনি। মিয়ানমারের অভ্যন্তরীণ সংঘাতে যাতে সীমান্তে কোনো বাংলাদেশি আক্রান্ত না হয়, সে জন্য দেশটির সরকার ও বিদ্রোহীদের সঙ্গে কথা বলা হয়েছে বলে জানান বিজিবি মহাপরিচালক।

পাহাড়ে অভিযানের বিষয়ে মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেন, পাহাড়ে যৌথ বাহিনীর অপারেশন চলছে। বান্দরবানের থানচি, রুমা এলাকা সম্পূর্ণ নিরাপদ না করা পর্যন্ত যৌথ বাহিনীর অভিযান চলবে।

সীমান্তের কার্যক্রম দেশের অর্থনীতিতে সরাসরি ভূমিকা রাখে উল্লেখ করে নবীন সৈনিকদের উদ্দেশে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী বলেছেন, সীমান্তে চোরাচালান রোধসহ পেশাগত দক্ষতা, সততা ও নিষ্ঠার সঙ্গে নিজেদের ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

এর আগে সকালে চট্টগ্রামের বাইতুল ইজ্জতে বিজিবির ১০১তম রিক্রুট ব্যাচের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে পুরো প্যারেড ঘুরে দেখেন বিজিবি মহাপরিচালক। এসময় বিজিবির নতুন সদস্যরা সশস্ত্র সালাম জানান তাকে।

সম্প্রতি মিয়ানমারে অভ্যন্তরীণ সংঘাতের জেরে টেকনাফের নাফ নদী অনিরাপদ হয়ে ওঠে। বাংলাদেশি নৌযানকে লক্ষ্য করে পরপর কয়েকট গুলির ঘটনায় ওই পথে সেন্টামার্টিন যাতায়াত বন্ধ হয়ে যায়। পরে সেখানে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রীর সংকট দেখা দিলে সরকার বিকল্প পথে সেখানে জাহাজে করে খাদ্য ও প্রয়োজনীয় সামগ্রী পাঠায়। বিকল্প পথে সেন্টমার্টিনের সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে। সামাজিক যোগাযোগমাধ্যমে কেউ কেউ এটাকে সেন্টমার্টিন বাংলাদেশের হাতছাড়া হয়ে যাওয়ার অভিযোগ করছেন।