ময়মনসিংহের ভালুকা উপজেলায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস উল্টে পলাশ চন্দ্র দাস নামে এক হেলপার নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো ১০ জন।

বৃহস্পতিবার সকালে সাড়ে ৫ টায় উপজেলার মেহেরাবাড়ি এলাকায় লাবিব কারখানার সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ঢাকাগামী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত পলাশ চন্দ্র মুক্তাগাছার চক নারায়নপুরের গ্রামের কালি চরন দাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার ঘটনার সময় ওই স্থানে ঢাকাগামী তানজিয়া নামে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে পড়ে যায়। এতে বাসচাপা ঘটনাস্থলেই বাস হেলপার মারা যান। এ সময় আরো ১০ জন আহত হয় । খবর পয়ে মরদেহ উদ্ধার এবং আহত একজনকে ভালুকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠিয়েছে ভালুকা ফায়ার সার্ভিস ও ভরাডোবা হাইওয়ে থানা পুলিশ।

ভরাডোবা হাইওয়ে থানার ওসি শফিকুল ইসলাম জানান, ঢাকা ময়মনসিংহ মহাসড়কে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি খাদে পড়ে যায় এতে ঘটনাস্থলেই বাসটির হেলপার বাসের নিচে চাপা পড়ে নিহত হন। লাশ উদ্ধার করে ফাঁড়িতে নেয়া হয়েছে।