কিশোরগঞ্জের হোসেনপুরে তল্লাসি চৌকি স্থাপন করে অভিনব কায়দায় মাদকদ্রব্য পাচারকালে ৪৪ কেজি গাঁজা ও একটি পিকআপ ভ্যান সহ এক মাদকব্যবসায়ী কে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।

গ্রেফতারকৃত আসামী ,মোঃ আঃ রশিদ (৪৬) ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার ভরভরা গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।

দুপুর পৌনে ২ টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কিশোরগঞ্জ সদর উপজেলার চরপুমদী বাজারের মোঃ ওমর আলীর গালামালের দোকানের সামনে নতুন জেলখানা মোড় হইতে হোসেনপুর গামী পাকা রাস্তার উপর তল্লাশী চৌকি স্থাপন করে ৪৪ কেজি গাঁজা ও পিকআপসহ মাদকব্যবসায়ী আঃরশিদকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লিডার মো. আশরাফুল কবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত আসামী জানায়,সে জব্দকৃত ৪৪ কেজি গাঁজা কিশোরগঞ্জের ভৈরব থেকে সংগ্রহ করে পাইকারি বিক্রয় করার জন্য ময়মংসিংহের গফরগাঁও উপজেলায় নিয়ে যাচ্ছিল।

তিনি আরো জানান গ্রেফতারকৃত আসামী আঃরশিদের বিরুদ্ধে হোসেনপুর থানায় মামলা হয়েছে।