শুধু ভারত নয়, আঞ্চলিক যোগাযোগ বিস্তৃত করার লক্ষ্যে নেপাল-ভুটানের সাথেও রেল যোগাযোগ স্থাপনের বিষয়ে আলোচনা চলছে। এমন তথ্য জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (২৬ জুন) দুপুরে মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি। তিনি বলেন, সুইডেনের সাথে জ্বালানি খাতে বিনিয়োগের বিষয়ে আলোচনা হয়েছে। ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক ও স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে কথা হয়েছে।

তিস্তা চুক্তির বিষয়ে মমতা ব্যানার্জির বক্তব্য ভারতের অভ্যন্তরীণ বিষয় উল্লেখ করে হাছান মাহমুদ বলেন, বিএনপি ক্ষমতায় থাকাকালে প্রতিবেশি দেশের সাথে সম্পর্ক রাখেনি। বর্তমান সরকার সম্পর্ক রাখছে বলেই, পণ্য আমদানি’সহ বিভিন্ন সুযোগ-সুবিধা ও দেশের স্বার্থ সংশ্লিষ্ট কাজ করা যাচ্ছে।

কারণে-অকারণে বিএনপি সরকারের বিরোধিতা করে উল্লেখ করে মন্ত্রী বলেন, ভারতের সাথে কোনো চুক্তি হয়নি, দেশের স্বার্থ রক্ষায় সমঝোতা সই হয়েছে।