চট্টগ্রামে দেশীয় তৈরি রিভলবারসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭। বুধবার (২৬ জুন) দুপুরে বিকালে গণমাধ্যমে বিষয়টি জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ উল আলম।

তিনি বলেন, মঙ্গলবার কর্ণফুলী থানাধীন মহলখান এলাকায় দুই যুবক অস্ত্র নিয়ে মাদক বেচাকেনার উদ্দেশ্যে অবস্থান করছে এমন সংবাদ পেয়ে উক্ত এলাকায় অভিযান চালিয়ে জসিম (৩৬) ও সেলিম (২৯) নামে দুই অস্ত্রধারী মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭। এসময় তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি রিভলবার ও তিন রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

গ্রেফতাররা জসিম কর্ণফুলী থানাধীন উত্তর বন্দর এলাকার মৃত নসু মিয়া ওরফে নজু মিয়ার ছেলে এবং সেলিম বাঁশখালীর সাধনপুর গ্রামের দিল মোহাম্মদের ছেলে।

গ্রেফতার জসিমের বিরুদ্ধে কর্ণফুলী ও আনোয়ারা থানায় মাদক, অস্ত্র, ডাকাতি ও চুরির ৫টি এবং সেলিমের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় ২টি মামলা রয়েছে বলে জানান শরীফ উল আলম।