চট্টগ্রামে ১২ কেজি গাঁজাসহ এক মাদকব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (বন্দর ও পশ্চিম)।

বুধবার (২৬ জুন) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মহানগর গোয়েন্দা (বন্দর ও পশ্চিম) বিভাগের সহকারী পুলিশ কমিশনার জনাব মোঃ মাহমুদুল হাসান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহানগর গোয়েন্দা পুলিশের টিম-৪২ এর সদস্যরা মঙ্গলবার বাকলিয়া থানাধীন কালামিয়া বাজার আব্দুল লতিফ হাটখোলা চিনি বশর মার্কেটের জিসান টিভি ক্যাবল নেটওয়ার্ক নামীয় দোকানের ভিতরে অভিযান চালিয়ে জসিম উদ্দিন প্রকাশ ডিস জসিম (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার জসিমের বিরুদ্ধে বাকলিয়া থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।