বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ময়মনসিংহের ভালুকায় তিন হাজার বৃক্ষরোপণ করেছে শেফার্ড গ্রুপ। বিশ্ব পরিবেশ দিবস পালন করে পরিবেশের ভারসাম্য রক্ষায় বর্ষার বিভিন্ন সময়ে কারখানায় ও শ্রমিকদের মাধ্যমে উপজেলার বিভিন্ন এলাকায় ফলজ, বনজ ও ঔষধী তিন হাজার গাছ রোপণ করা হয়।

জানা যায়, গত ৫ জুন (বুধবার) বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে শেফার্ড গ্রুপ তিন হাজার বৃক্ষরোপণ করার পরিকল্পনা করে। পরে কারখানার ভিতরে বৃক্ষরোপণ করা হয় ও শ্রমিকদের বাড়িতে রোপণ করা জন্য বিভিন্ন প্রজাতির গাছ দেওয়া হয়। রোপণ করা পর গাছের যত্ন নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়।

শেফার্ড গ্রুপ ভালুকার জিএম মোখলেছুর রহমান জানান, বিশ্ব পরিবেশ দিবসের দিন থেকে আমাদের রোপণ কার্যক্রম শুরু হয়। বর্ষাকালের বিভিন্ন সময় তিন হাজার গাছ আমরা ফ্যাক্টরিতে ও শ্রমিকদের দিয়ে তাদের বাড়িতে বাড়িতে পাঠিয়ে রোপণ করানো হয়েছে। আমরা নির্দেশনা দিয়েছি গাছ গুলো রোপণ করার পর যেন যত্ন নেওয়া হয়। যাতে গাছ গুলো ভালো ভাবে বড় হতে পারে। গাছ গুলোর মধ্যে রয়েছে ফলজ, বনজ ও বিভিন্ন প্রকার ঔষধী গাছ।