“সম্প্রীতির নিকলী,ক্লিন নিকলী” এই স্লোগানকে সামনে রেখে কিশোরগঞ্জের নিকলী বেরিবাঁধে পরিস্কার পরিছন্নতা অভিযান পরিচালনা হয়েছে।মঙ্গলবার (২৫শে জুন) সকালে পিস অ্যাম্বাসেডর গ্রুপ নিকলীর আয়োজনে এই পরিষ্কার-পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা হয়।

এতে অংশগ্রহণ করে সদর ইউনিয়ন পরিষদ, ইয়ুথ পিস ফ্যাসিলেটর গ্রুপ,স্বপ্নপুরী চাইল্ড ফাউন্ডেশন, রোভার স্কাউট মুক্তিযোদ্ধা আদর্শ কলেজ এবং স্থানীয় এনজিও এসডিএফ।

এসময় উপস্থিত ছিলেন নিকলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কারার শাহারিয়ার আহমেদ তুলিপ,পিস ফ্যাসিলেটর গ্রুপ (পিএফজি)সমন্বয়কারী রাখী গোপাল দেবনাথ,পিএফজি অ্যাম্বাসেডর মোঃ জসিম উদ্দিন,পিএফজি অ্যাম্বাসেডর সাইফুল ইসলাম,স্থানীয় এনজিও এসডিপি এর নির্বাহী পরিচালক দিদারুল আলম, মুক্তিযোদ্ধা আদর্শ কলেজের প্রভাষক এ এইচ এম আসাদ প্রমুখ।

নিকলী সদর ইউনিয়নের চেয়্যারম্যান কারার শাহরিয়ার আহমেদ তুলিপ বলেন,পর্যটনের এক অন্যতম সম্ভাবনা নিকলী হাওর।আমরা সকলের সহযোগিতায় এই পর্যটন কেন্দ্র নিকলি কে পরিস্কার পরিছন্ন রাখার উদ্যোগ নিয়েছি।যেনো পর্যটকরা সাচ্ছন্দ্যে বেড়াতে পারে।