ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৫ জুন) দুপুর ৩টা ২০ মিনিটের দিকে আদালতের হাজতখানায় মামলার আলামত ধ্বংস করার চুল্লিতে এ আগুনের ঘটনা ঘটে।

জানা গেছে, এ ঘটনায় আদালতে উপস্থিত আইনজীবী, বিচারক ও বিচারপ্রার্থীরা অতঙ্কতি হয়ে পড়েন। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের চেষ্টায় অল্প সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে।