গত বছর পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে সন্ত্রাসীদের গুলিতে নিহত সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান এর পরিবারের কাছে একটি চারতলা ভবন হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী। ৬ জুন মঙ্গলবার বেলা সাড়ে এগারোটায় পৌর এলাকার ১নং ওয়া‌র্ডের টাউন বহালগাছিয়া বাড়িতে সেনাবাহিনীর পক্ষ থেকে নির্মিত “সেনা নিকেতন” নামের ভবনটি সেনা প্রধানের পক্ষ থেকে নিহত হাবিবুর রহমান এর পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করেন শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম ‌মোল্লা (আর‌সি‌ডিএস, এন‌ডি‌সি, পিএস‌সি) । এ সময় নিহত হাবিবুর রহমান এর স্ত্রী ও দুই ছেলে উপস্থিত ছিলেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, পৌর মেয়র মহিউদ্দিন আহমেদ, ওয়ার্ড কাউন্সিলর সহ বিভিন্ন গোয়েন্দা সংস্থার কর্মকর্তা বৃন্দ এবং বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

শেখ হাসিনা সেনা নিবাসের ৭ পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল আবদুল কাইয়ুম ‌মোল্লা (আর‌সি‌ডিএস, এন‌ডি‌সি, পিএস‌সি) বলেন, হাবিবুর রহমান তার চাকরি জীবনে মেধা ও যোগ্যতাকে কাজে লাগিয়ে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ ইউনিট ও সংস্থায় তার উপর অর্পিত দায়িত্ব অত্যন্ত সততা ও নিষ্ঠার সাথে পালন করেন। এছাড়া তাই এই
আত্মত্যাগের স্বীকৃতি স্বরূপ বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ হতে প্রদত্ত ভবনটি তার স্ত্রী এবং দুই পুত্র সন্তানের সুন্দর ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করণে সহায়ক হবে বলে মনে করছি আমরা।

উল্লেখ, ২০২২ সালের ২ ফেব্রুয়ারী পার্বত্য চট্টগ্রামের বান্দরবানের বথিপাড়া এলাকায় জেএসএস পন্থী চাঁদাবাজ সন্ত্রাসীদের গুলিতে নিহত হন সিনিয়র ওয়ারেন্ট অফিসার মোঃ হাবিবুর রহমান। পরে সেনা অভিযানে সন্ত্রাসীদের ব্যবহৃত ১ টি এসএমজি, ২৪৯ রাউন্ড তাজা গুলি, ৩টি অ্যামোনিশন ম্যাগাজিন, ৩টি গাদা বন্দুক ও গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ বায়ান্ন হাজার নয়শত টাকা জব্দ করা হয়।

বার্তা বাজার/জে আই