শরীয়তপুরের গোসাইরহাটে পুকুরের পানিতে ডুবে মুনতাহা নামের দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (২৪ জুন) দুপুরে গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর জুশিরগাঁও এলাকায় এ ঘটনা ঘটে।

মুনতাহা ওই এলাকার এক্সাভেটর (ভেকু) চালক রাসেল ফকিরের মেয়ে।

স্থানীয় ও নিহতের স্বজনরা জানায়, প্রতিদিনের মতো সোমবার সকালে কাজে বের হয়েছিলেন শিশুটির বাবা রাসেল ফকির। দুপুরে শিশুটির মা রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশু মুনতাহা ও তার দাদা ইদ্রিস ফকির ঘরের বারান্দায় বসে ছিলো। কোনো একসময় দাদার চোখ ফাঁকি দিয়ে পেছনের দরজা দিয়ে বের হয়ে পুকুরের পানিতে পড়ে যায় মুনতাহা। এদিকে নাতনিকে দেখলে না পেলে, খোঁজখুজির একপর্যায়ে পুকুর থেকে মুনতাহাকে উদ্ধার করেন দাদা ইদ্রিস ফকির। পরে তাকে দ্রুত গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

শিশুটির দাদা ইদ্রিস ফকির বলেন, দুপুরে আমার ছেলের বউ রান্না করছিলো। আর আমি ঘরের বারান্দায় শুয়ে ছিলাম। অল্প সময়ের মধ্যে আমার নাতনী ঘরের পেছনের দরজা দিয়ে বেরিয়ে পুকুরের পানিতে ডুবে যায়। আমি যদি ওর খেয়াল রাখতাম তাহলে এই ঘটনা ঘটতো না।

গোসাইরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক আফজাল হোসেন বলেন, শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিলো। আমরা ইসিজি করে শিশুটির মৃত্যুর বিষয়ে নিশ্চিত হই।