রিজিওনাল কনফারেন্স অফ সিভিল রেজিস্ট্রেশন প্রোফেশনালস অফ সাউথ এশিয়া (Regional Conference of Civil Registration Professionals of South Asia-CR8) উপলক্ষ্যে সার্কভুক্ত ৮টি দেশের প্রতিনিধিদল এবং বাংলাদেশ সরকারের ঊর্ধ্বতন পর্যায়ের কর্মকর্তাবৃন্দ সাভারের ভাকুর্তা ইউনিয়ন পরিদর্শন করেন। মঙ্গলবার (৬ জুন) দুপুরে ভাকুর্তা ইউনিয়ন পরিষদে শতভাগ জন্ম ও মৃত্যুনিবন্ধন নিশ্চিতকরণ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম পরিদর্শন করেন তারা।
পরিদর্শনকালে প্রতিনিধিদলের সদস্যবৃন্দ ইউনিয়ন ডিজিটাল সেন্টারের মাধ্যমে জন্ম ও মৃত্যু নিবন্ধনের আবেদন প্রক্রিয়া, ইউনিয়ন কমিউনিটি স্বাস্থ্য কেন্দ্রের মাধ্যমে গর্ভবতী মায়েদের তথ্য সংগ্রহ প্রক্রিয়া, ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে স্বাভাবিক শিশু জন্মদান প্রক্রিয়া ও জন্ম নিবন্ধন কার্যক্রম এবং ভাকুর্তা ইউনিয়নে জন্ম ও মৃত্যু নিবন্ধন হার বৃদ্ধির জন্য জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়, ভাকুর্তার বিভিন্ন বিভিন্ন উদ্ভাবনী কার্যক্রম সম্পর্কে সম্যক ধারণা লাভ করেন।
ভাকুর্তা ইউনিয়ন পরিষদ এবং জন্ম ও মৃত্যু নিবন্ধকের কার্যালয়ের বিভিন্ন কার্যক্রম সম্পর্কে সাভার উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলাম পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে আগত প্ৰতিনিধি দলকে ব্রিফিং করেন এবং প্রতিনিধিদলের সদস্যবৃন্দের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনুষ্ঠানে বিভিন্ন দেশের প্রতিনিধিবৃন্দ তাদের দেশের জন্ম মৃত্যু নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে উপস্থিত সবাইকে ধারণা প্রদান করেন।
উল্লেখ্য, ভাকুর্তা ইউনিয়নে ইতোমধ্যে ৯০ শতাংশ জনগণের জন্ম নিবন্ধন কার্যক্রম সম্পন্ন হয়েছে এবং অবশিষ্ট জনগনের জন্ম নিবন্ধন কার্যক্রম দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করার জন্য কাজ চলমান রয়েছে। ভাকুর্তা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের মাধ্যমে স্বাভাবিক প্রক্রিয়ায় জন্মগ্রহণকারী নবজাতকের দ্রুত সময়ের মধ্যে জন্ম নিবন্ধন করা হয়।
প্রসঙ্গত উল্লেখ্য, গত ১ জুন তারিখে ভাকুর্তা ইউনিয়নে শিশু জন্মের ৪৫ মিনিটের ভিতর সদ্য জন্ম নেয়া বাচ্চার জন্মনিবন্ধন তুলে দেয়া হয় তার বাবার হাতে!
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাকুর্তা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো: লিয়াকত হোসেন।
প্রতিনিধিদলের পরিদর্শনকালে এসময় স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত সচিব ড. মো. শের আলী, রেজিস্ট্রার জেনারেল মোঃ রাশেদুল হাসান, প্রাক্তন সচিব ও কনসালটেন্ট মোঃ শেখ মুজিবুর রহমান, সাবেক সচিব নজরুল ইসলাম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব, সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম, সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ সায়েমুল হুদা, সাভার উপজেলা ভূমি কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: ইসমাইল হোসেন প্রমুখসহ অন্যরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, সার্কভুক্ত ৮টি দেশের প্রতিনিধিগণ ও উর্ধতন কর্মকর্তাদের স্বাস্থ্য সেবা প্রদানের লক্ষ্যে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও কর্মচারীগণের সমন্বয়ে একটি মেডিকেল টিম সেখানে সার্বক্ষণিক উপস্থিত ছিলো।
বার্তা বাজার/জে আই