কক্সবাজারের টেকনাফে ২ কজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথসহ (আইস) মেহেদি হাসান (৩০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বিজিবি। সে পৌর এলাকার খোনকার পাড়া মো. নবী হোসেনের ছেলে।
মঙ্গলবার (৬ জুন) সকাল ১০টার দিকে উপজেলার নাজিরপাড়া আলুগোলার প্রজেক্ট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে নিশ্চিত করেন ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মো. মহিউদ্দীন আহমেদ।
তিনি জানান, নাজিরপাড়া বিওপি’র আলুগোলা প্রজেক্ট এলাকা দিয়ে মাদকের একটি চালান মিয়ানমার থেকে বাংলাদেশে পাচার হতে পারে এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালায় বিজিবি। এ সময় নদীর পড়ে সন্দেহজনক ঘোরাফেরা করার সময় তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের সে মাদক পাচারের কথা স্বীকার করে। তার দেওয়া তথ্যমতে, কেওড়া বাগানের ভেতরে কালো পলিথিন দিয়ে মোড়ানো অবস্থায় দুই কেজি ১১২ গ্রাম ক্রিস্টাল মেথ (আইস) জব্দ করা হয়।
আইনী প্রক্রিয়া শেষে ধৃত যুবকে জব্দকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি’র এই কর্মকর্তা।
বার্তা বাজার/জে আই