মুন্সীগঞ্জের গজারিয়ায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত প্লাটিনাম জয়ন্তী উদযাপন অনুষ্ঠানে দুপক্ষের সংঘর্ষে সাংবাদিকসহ কয়েকজন আহত হয়েছেন।

আজ রবিবার (২৩ জুন) উপজেলার ভবেরচর ইউনিয়নের আনারপুরা খেলার মাঠে আয়োজিত অনুষ্ঠান উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনসুর আহমেদ খাঁন জিন্নাহর সমর্থকদের সাথে জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মাজহারুল হক তপনের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি সূত্রে সংঘর্ষ হয়।

এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোহাম্মদ মহিউদ্দিন, মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হাজী মোহাম্মদ ফয়সাল বিপ্লব, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক সোহানা তাহমিনা, গজারিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, সহ সভাপতি রেফায়েত উল্লাহ খাঁন তোতা।

জানা যায়, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক, স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক অধ্যাপক ডা. মাজহারুল হক তপনের ব্যানারে নাম না থাকা ও মঞ্চে আসন না থাকাকে কেন্দ্র করে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এই ঘটনায় পেশাগত দ্বায়িত্ব পালন করতে গিয়ে দৈনিক জবাবদিহি পত্রিকা ও ফ্লাগুনী টিভির উপজেলা প্রতিনিধি মো. সোলায়মান শিকদার আহত হয়েছেন।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাজিব খাঁন ঘটনার সততা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে সকাল থেকেই পুলিশ মোতায়েন ছিল। ঘটনা শুনেই বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছান। এই মুহূর্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।