পাবনায় বাংলাদেশ আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৩ জুন) সাড়ে বারোটায় পাবনা জেলা আওয়ামী লীগের উদ্যোগে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সর নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রাটি বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয়ে সামনে এসে শেষ হয়।
পরে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে অনুষ্ঠিত পথসভায় জেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল রহিম লাল’র সভাপতিত্বে বক্তব্য দেন পাবনা সিরাজগঞ্জ সংরক্ষিত মহিলা আসনের সাবেক সংসদ সদস্য নাদিয়া ইয়াসমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হাসান শাহীন সহ জেলা, উপজেলা,পৌর আওয়ামী লীগ ও তার অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ।