গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেছেন, ,‘আওয়ামী লীগকে ধ্বংস করার জন্য পাকিস্তানের শাসকগোষ্ঠী চেষ্টা করেছেন। পরে স্বাধীন বাংলাদেশে জিয়াউর রহমান, এরশাদ ও খালেদা জিয়াসহ আরও অনেকে চেষ্টা করেছেন। বারবার আওয়ামী লীগের ওপরে আঘাতে এসেছে। আবার আওয়ামী লীগের ভেতর থেকেও একটি মহল সবসময় কোনও না কোনও প্ররোচনায় ধ্বংসের চেষ্টা করেছে।’

রোববার (২৩ জুন) আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়া শহরের বঙ্গবন্ধু স্কয়ারে জাতির জনকের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ শেষে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, আওয়ামী লীগ প্রতিষ্ঠার পর থেকে চক্রান্তের পর চক্রান্ত মোকাবিলা করেই দলটিকে চলতে হচ্ছে। শেখ হাসিনা এ দেশে ঐক্যের প্রতীক হিসেবে এসেছিলেন। তাকেও ধ্বংস করার জন্য চেষ্টা হয়েছে। আবার হত্যার চেষ্টাও করা হয়েছে। সব ষড়যন্ত্র মোকাবিলা করে প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে।’

মন্ত্রী বলেন, ‘দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আওয়ামী লীগের প্রয়োজন আছে। এই প্রয়োজন এখনও ফুরিয়ে যায়নি। শেখ হাসিনার নেতৃত্বকে মজবুত করে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। একইসঙ্গে সমস্ত চক্রান্ত মোকাবিলা করে আওয়ামী লীগ সামনের দিকে এগিয়ে যাবে।’

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টুসহ যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।