ইতালির গালফ অব নেপলস ইন্ডিপেন্ডেন্ট ফিল্ম ফেস্টিভালে পুরস্কার অর্জন করেছে বাংলাদেশের সিনেমা ‘ময়না’ (আই ওয়ান্ট টু বি মাদার)।
আলিমউল্যাহ খোকন প্রযোজিত এই ছবিটি নির্মাণ করেছেন মনজুরুল ইসলাম মেঘ।গত ১১ হতে ১৪ জুন ইতালির নেপলস উপসাগরের সৈকতে অনুষ্ঠিত হয়েছে এই উৎসবের ১০ম সংস্করণ। পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র প্রতিযোগিতা বিভাগে এশিয়ার একমাত্র সিনেমা হিসেবে স্থান পায় বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ময়না’।
সারা পৃথিবী থেকে জমা পড়া চলচ্চিত্র থেকে সিলেকশন কমিটি চূড়ান্ত প্রতিযোগিতায় স্থান পায় যুক্তরাষ্ট্র, কানাডা, স্পেন, ইতালি, মেক্সিকো, মরোক্ক ও বাংলাদেশের সিনেমা। অবশেষে বিচারক প্যানেল বাংলাদেশের ছবিটিকে ‘স্পেশাল মেনশন পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র পুরস্কার’ প্রদান করে।ইতালির স্টেফানো উসারদী পরিচালিত ‘সেনজা ইতা’ সেরা চলচ্চিত্রের পুরস্কার অর্জন করেছে। স্পেশাল জুরি পুরস্কার পেয়েছে মরোক্কর জিহানে ইল বাহ্হার পরিচালিত ‘ট্রিপল এ’।
সেরা চিত্রগ্রাহক পুরস্কার পেয়েছে কানাডার লুইগি কাপাস্সো পরিচালিত ‘নৈই’। সেরা চিত্রনাট্য ও শব্দ সংযোগ পুরস্কার অর্জন করেছে রাশিয়ার তিমুর হউয়ান, আলেকজান্ডার গুরাউনোভ পরিচালিত ‘কমান্ডার’ সিনেমার জন্য। এছাড়াও স্বল্পদৈর্ঘ্য, ডকুমেন্টারি, অ্যানিমেশন চলচ্চিত্র প্রতিযোগিতার বিভিন্ন শাখায় পুরস্কার ঘোষণা করা হয়েছে। পুরস্কার প্রাপ্তির অনুভূতি প্রকাশ করে ‘ময়না’ সিনেমার পরিচালক মনজুরুল ইসলাম মেঘ বলেন, ‘‘বাংলাদেশের সিনেমা বিশ্বের বিভিন্ন দেশের সাথে প্রতিযোগিতা করছে, এটাই বড় আনন্দের। পুরস্কার পেলে দায়বদ্ধতা বেড়ে যায়, আশা করছি আমার পরের সিনেমা আরও ভালো হবে। এর আগে লন্ডনের ২৫তম ইএমএমএএস বিবিসি ফেস্টিভাল অব মাল্টিকালচারাল ২০২৩-এ সেরা ফিল্ম প্রোডাকশন পুরস্কার পেয়েছে ‘ময়না’।
আগস্টে কোরিয়ার ২১তম আপোরিয়া আন্তর্জাতিক ভিলেজ চলচ্চিত্র উৎসব-এ অংশ নেবে ছবিটি। এই উৎসবে প্রথমবার ‘ময়না’ সিনেমার মাধ্যমে বাংলাদেশ অংশগ্রহণের সুযোগ পেয়েছে।’’প্রযোজক আলিমউল্যাহ খোকন জানান, ‘ময়না’ এরমধ্যে সেন্সর সনদ পেয়েছে, আগামী সেপ্টেম্বরে মুক্তি পাচ্ছে দেশে।‘ময়না’য় অভিনয় করেছেন রাজ রিপা, কায়েস আরজু, আমান রেজা, আফ্ফান মিতুল, জিলানী, মোমেনা চৌধুরী, নাদের চৌধুরী, সুব্রত, সুচনা, খলিলুর রহমান কাদরী, আনোয়ার, সীমান্ত, জারা, তাহমিনা মোনা, বিশেষ চরিত্রে শিশির, আপন, শিশুশিল্পী জান্নাতুল ভোর প্রমুখ।