ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জের ধরে আজিজার শেখ (৪২) নিহতের ঘটনায় মামলা হয়েছে।
শনিবার (২২ জুন) ভোরে নিহত আজিজার শেখের মামাতো ভাই ও সংশ্লিষ্ট ওয়ার্ডের ইউপি সদস্য জুন্নু মিয়া বাদী হয়ে ২৩ জনকে এজাহারভুক্ত ও ১০-১২ জনকে অজ্ঞাতানামা আসামি করে আলফাডাঙ্গা থানায় মামলাটি দায়ের করেন। মামলা নং- ১০।
এরআগে শুক্রবার (২১ জুন) বিকেল ৪টা ৫০ মিনিটের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত আজিজার শেখ উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের মৃত. আইনুদ্দীন শেখের ছেলে। তিনি পেশায় একজন ভ্যান চালক ছিলেন।
এছাড়াও গুরুতর আহত রিপন সর্দার (৩০) বর্তমান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার শারীরিক অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, গত বুধবার (১৯ জুন) রাত ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের বারইপাড়া গ্রামের আজিজার শেখ ও রিপন সর্দার পার্শ্ববর্তী মহিষারঘোপ বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে বারইপাড়া রিপন সর্দারের বাড়ির সামনে পাকা রাস্তায় পৌঁছানো মাত্র গ্রাম্য দলাদলি নিয়ে পূর্ব শত্রুতার জের ধরে ওই এলাকার ইকরাম মিয়ার নেতৃত্বে আওলাদ ফকির, লিটন ফকির, কালু ফকির, হুমায়ুন সর্দার, শিপলু মিয়া, জুয়েল সর্দার, শাহ্ আলম শেখ, জাহাঙ্গীর মৃধা, হাবিবুর রহমান, আহাদ চৌধুরীসহ অপর অভিযুক্তরা তাদের ওপর অতর্কিত হামলা চালায়। হামলায় আজিজার শেখ ও রিপন সর্দারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। পরে স্বজনরা আহতদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা শেষে ফরিদপুর বঙ্গবন্ধু মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে রাতেই কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একদিন পর আজিজার শেখের মৃত্যু হয়।
মামলার বিষয়টি নিশ্চিত করে আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ সেলিম রেজা বার্তা বাজার’কে জানান, ‘পূর্ব শত্রুতার জের ধরে একজনকে কুপিয়ে হত্যার ঘটনায় থানায় একটি হত্যা মামলা লিপিবদ্ধ করা হয়েছে। আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারের জোর চেষ্টা চালানো হচ্ছে।’