পাবনায় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠা বার্ষিকী (প্লাটিনাম জয়ন্তী) উপলক্ষে সপ্তাহ ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠানের তৃতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সন্ধ্যায় বীর মুক্তিযোদ্ধার রফিকুল ইসলাম বকুল স্বাধীনতা চত্বরে তৃতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় সঙ্গীত পরিবেশন করেন পাবনার জনপ্রিয় এ্যাটম ব্যান্ড ও অন্তহীন ব্যান্ড। আর নৃত্য পরিবেশন করেন পাবনার সুনাম ধন্য নৃত্য সংগঠন সোনার বাংলা মা একাডেমীর নৃত্য শিল্পীরা।

তৃতীয় দিনের সাংস্কৃতিক সন্ধ্যায় মনোজ্ঞ সঙ্গীত উপভোগ করেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও সদর আসনের সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স, জেলা আওয়ামী লীগের সভাপতি রেজাউল রহিম লাল সহ রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও সাধারণ হাজারো গান প্রেমিক দর্শকবৃন্দ।

বৃহস্পতিবার সন্ধ্যা থেকে শুরু হওয়া এ সাংস্কৃতিক সন্ধ্যা চলবে আগামী বুধবার পর্যন্ত।