পবিত্র ঈদুল আজহা’র ছুটি শেষে সচল হয়েছে পঞ্চগড়ের চার দেশীয় বাংলাবান্ধা স্থলবন্দরের আমদানি রপ্তানির সকল কার্যক্রম।

শনিবার (২২ জুন) সকাল থেকে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভূটানের সঙ্গে পাথরসহ সকল প্রকার পণ্য আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেন বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক গ্রুপের সাধারণ সম্পাদক কুদরত-ই খুদা (মিলন)।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে বাংলাদেশ, ভারত, নেপাল ও ভুটানের ব্যবসায়ীদের যৌথ সিদ্ধান্তে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে গত ১৫ জুন থেকে ২১ জুন পর্যন্ত আমদানি-রপ্তানি সংক্রান্ত যাবতীয় কার্যক্রম বন্ধ রাখা হয়। ছুটি শেষে আজ শনিবার সকাল থেকে পুনরায় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম চালু হয়েছে।

তবে স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও স্বাভাবিক ছিল বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত।

এ বিষয়ে বাংলাবান্ধা ইমিগ্রেশন ভারপ্রাপ্ত ওসি অমৃত জানান, ঈদুল আজহা’র ছুটি শেষে আজ সকাল থেকে বাংলাবান্ধা স্থলবন্দরে আমদানি রপ্তানি কার্যক্রম সচল হয়েছে। চেকপোস্ট দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে।