জয়পুরহাটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান তেঘর উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের নিয়ে ঈদ পূর্ণ মিলনী ও ক্রিকেট টুর্নামেন্ট (টিএসপিএল) তেঘর স্কুল প্রিমিয়ার লীগ সিজন -৬ এর সমাপনী ও পুরষ্কার বিতরনী অনুষ্ঠান তেঘর হাইস্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে।

৪ দিনব্যাপী এই টূর্ণামেন্ট শেষে ফাইনাল খেলায় ২০১৮ ব্যাচ ২০১৪ ব্যাচকে ৬ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে। উল্লেখ্য যে ২০১৮ ব্যাচ টানা ৫ বার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে ।

তেঘর উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি ও টূর্ণামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক জাহিদ ইকবাল এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন সদর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান হাসানুজ্জামান মিঠু।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন (টিএসপিএল) পরিচালনা কমিটির সদস্য সচিব মিজানুর রহমান টিটো, সাবেক জিএস ও বিশিষ্ট সমাজ সেবক রফিকুল ইসলাম মিন্টু, মোহাম্মদাবাদ ইউপি সদস্য গোলাম কিবরিয়া মুকুল, সাবেক ছাত্র খালেদ হোসেন।