সরকার ঘোষিত নতুন অফিস ঘণ্টার সময়সূচীর সাথে সমন্বয় করে মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়সূচীতে পরিবর্তন আনা হয়েছে।

আজ বুধবার (১৯ জুন) থেকে মেট্রোরেলের এই নতুন সময়সূচী কার্যকর করা হয়েছে । এছাড়াও যেখানে প্রতিদিন উভয় আওয়ারে মেট্রোরেল যাওয়া আসা করত ১৯৪ বার, সেখানে নতুন সূচীতে আরও ২ বার বৃদ্ধি করে করা হয়েছে ১৯৬ বার।

গত বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনের নিজ কার্যালয়ে ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক জানান, গত ৬ জুন থেকে সরকার অফিসের সময়সূচি ৮ থেকে ৪ টার পরিবর্তে ৯ থেকে ৫টা পর্যন্ত করেছে। আর এই সময়সূচি কার্যকর হবে ১৯ জুন (বুধবার) থেকে । তাই আমরাও মেট্রোরেলের পিক ও অফ পিক আওয়ারের সময়ের পরিবর্তন আনছি। তবে ট্রেন চলাচলে সকালের নির্ধারিত সময়ের পরিবর্তন না হলেএ বিকাল থেকে মধ্যবর্তী সময়ের পরিবর্তন আনা হয়েছে।

তিনি আরও জানান, নতুন সময়সূচীতে মেট্রোরেলের প্রথম স্টেশন উত্তরা উত্তর থেকে মতিঝিল পর্যন্ত দুপুর ২টা ২৫ মিনিট থেকে রাত ৮ টা ৩২ মিনিট পর্যন্ত পিক আওয়ারে ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর চলবে মেট্রোরেল। এছাড়াও রাত ৮টা ৩৩ মিনিট থেকে রাত ৯টা পর্যন্ত স্পেশাল অফ পিক আওয়ারে ট্রেন চলবে ১০ মিনিট পরপর এবং সর্বশেষ রাত ৯টা থেকে ৯টা ৪০ পর্যন্ত ১২ মিনিট পরপর চলবে মেট্রোরেল।

অন্যদিকে, মতিঝিল থেকে উত্তরা উত্তর পর্যন্ত দুপুর ৩টা ৫ মিনিট থেকে রাত ৯ টা ১২ মিনিট পর্যন্ত আগের সময়সূচী ১০ মিনিটের পরিবর্তে ৮ মিনিট পরপর চলবে ট্রেন এবং রাত ৯ টা ১৩ মিনিট থেকে রাত ৯ টা ৪০ পর্যন্ত ট্রেন চলবে ১০ মিনিট পরপর।

এছাড়াও সরকারি ছুটির দিনগুলোতেও মেট্রোরেল সময়সূচির পরিবর্তন আনা হয়েছে। সাপ্তাহিক ছুটি শনিবার ছাড়া অনান্য ছুটির দিনে সকালে মেট্রোরেলের আগের সময়সূচী ১২ মিনিটের পরিবর্তে ১৫ মিনিট করা হয়েছে। তবে দুপুরের পর থেকে আগের সময়সূচীতেই চলবে মেট্রোরেল।