ভারি বৃষ্টির কারণে সৃষ্ট ভূমিধ্বসে কক্সবাজারের উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের চোরাখোলা এলাকায় পাহাড় ধ্বসে ৬ষ্ঠ শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে।

বুধবার ( ১৯-জুন) মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে অত্যধিক বৃষ্টির কারণে পালংখালী ইউপি’র ৪ নং ওয়ার্ড এলাকার জনৈক উলা মিয়ার পুত্র শাহ আলম এর বাড়ীর দেওয়াল ভেঙ্গে শাহ আলম এর শিশু পুত্র আব্দুল করিম (১২) মাঠি চাপা পরে মৃত্যু বরন করেন। মৃত আবদুল করিম থাইংখালী উচ্চ বিদ্যালয়ের ৬ষষ্ঠ শ্রেণির মেধাবী শিক্ষার্থী বলে জানা গেছে।

পালংখালী ইউনিয়নের চেয়ারম্যান এম, গফুর উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘ অতি বৃষ্টির কারণে পালংখালী ইউনিয়নের বিভিন্ন পাহাড়ি ও ঢালু জনপদের মানুষগুলো ভুমিধ্বসসহ বিভিন্ন প্রাকৃতিক দূর্যোগের চরম ঝুকি সৃষ্টি হয়। তাদেরকে নিরাপদ স্থানে সরে আসার অনুরোধ করার পরেও, গত রাতে দূর্ভাগ্যবশত বাড়ির সীমানা দেওয়াল ভেঙ্গে এক স্কুল ছাত্র নিহত হবার ঘটনা খুবই দুঃখজনক। ‘

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শামীম হোসেন বলেন, ‘খবর পেয়ে উখিয়া থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দ্যোগ গ্রহন করেন।
তিনি আরো বলেন, আমরা পাহাড় ও ঢালুর আশে পাশে ঝুকিপূর্ণ এলাকায় বসবাসকারী মানুষকে নিরাপদ স্থানে চলে আসার আহবান জানাচ্ছি’।