লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তেতুলিয়া গ্রামে মঙ্গলবার রাতের বজ্রপাতে বসত ঘরে আগুন লেগে একটি গরু ও দুটি ছাগল পুরে ছাই হয়ে যায়। এঘটনায় বাড়ীর মালিক কৃষক

পুলিন চন্দ্র (৪৫) ও তার স্ত্রী আহত হোন এমন আকস্মিক ভাবে আগুন লাগায় পুরো গ্রামটিতে আতস্ক ছড়িয়ে পড়ে। অনেকে প্রকৃতির নিষ্ঠুরতা হিসেবে অভিহিত করেছেন।

মঙ্গলবার ১৭ জুন মধ্য রাত থেকে বজ্রপাত শুরু হয়। বজ্রপাতের শব্দে পুরো জেলাবাসীর মনে ভয়ের সৃষ্টি হয়। বজ্রপাতের সাথে সাথে তুমুল বর্ষন ও হয়। সেই সময় তেতুলিয়া গ্রামের বিনোদ রায়ের ছেলে পুলিন চন্দ্রের বসত ঘরে বজ্রপাতে আগুন লেগে স্ত্রী সহ দুজনে আহত হয়। তার গৃহপালিত দুটি ছাগল ও একটি গরু আগুনে পুড়ে ছাঁই হয়ে যায়। প্রবল বৃষ্টিপাতের কারণে আগুন গ্রামের আলাদা কোন বাড়ীতে আগুন ছড়াতে পারেনি। পুলিন চন্দ্রের পরিবারটি এখন খোলা আকাশের নিচে বসবাস করছে।

কালীগঞ্জের উপজেলা নিবার্হী কর্মকর্তা জহির ইমাম জানান, বজ্রপাতে ক্ষতিগ্রস্ত পরিবারটিকে ঘর নিমার্ণের জন্য ঢেউটিন ও নগদ অর্থ আগামীকাল বুধবার দেয়া হবে। জেলা প্রশাসকের সাথে পরামর্শ ক্রমে সহায়তা করা হবে।