শরীয়তপুরের নড়িয়ায় আকলিমা বেগম (৫৫) নামের এক গৃহবধুর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার (১৬ জুন) সন্ধ্যায় নড়িয়া পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম লোনসিং এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আকলিমা বেগম ওই এলাকার দিনমজুর কালু মালের স্ত্রী।

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, রোববার সকালে কাজে বের হয়েছিলেন কালু মাল। তিনি সন্ধায় বাসায় ফিরে আসলে ঘরের দরজায় খুলে স্ত্রীকে মেঝেতে গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। তিনি মোবাইলে মেয়ের জামাই ছাত্তার মল্লিককে জানালে তিনি ও স্থানীয়রা এসে বিষয়টি পুলিশকে জানায়। খবর পেয়ে নড়িয়া পুলিশ মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় কাউন্সিলর শহীদুল সরদার বলেন, আমি খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যাই। ঘরের মধ্যে আকলিমা নামের ওই গৃহবধুর গলাকাটা লাশ পড়েছিলো। পুলিশ লাশটি থানায় নিয়ে গেছে।

এ বিষয়ে শরীয়তপুর জেলা পুলিশ সুপার মাহবুবুল আলম বলেন, মরদেহটি উদ্ধার করা হয়েছে। নিহতের স্বামী কালু মালকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্ত চলমান রয়েছে।