শরীয়তপুরের ভেদরগঞ্জে ঈদের ছুটিতে নানা বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে রাজু চৌধুরী (১২) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে।
রোববার (১৬ জুন) দুপুরে ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের আইজারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রাজু চৌধুরী (১২) চাঁদুপর জেলার লোকমান চৌধুরী ও ময়না বেগম দম্পত্তির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঈদের ছুটিতে মা-বাবার সঙ্গে রাজু চৌধুরী তার নানা আব্দুল খালেক হাওলাদারের বাড়িতে বেড়াতে এসেছিল। রোববার দুপুরের দিকে নানা বাড়ির পাশের একটি পুকুরে গেলে খেলার ছলে পা পিছলে পুকুরের মধ্যবর্তীস্থানে চলে যায় রাজু। পরে স্থানীয় ও বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করে পুকুর থেকে রাজুর মরদেহ উদ্ধার করে।
নিহতের মা ময়না বেগম বলেন, আমি কেন বেড়াতে এসেছিলাম। বেড়াতে না এলে তো আমার বাবা বেঁচে থাকতো। আমার সোনার টুকরা আর নাই। তোমরা আমার বাবারে এনে দাও।
বিষয়টি নিয়ে ভেদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু মন্ডল বলেন, রাজু নামে এক কিশোর নানা বাড়িতে এসে পুকুরে ডুবে মারা গেছে। মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এঘটনায় অপমৃত্যু মামলা হবে।