ঈদ করা হলো না দুই শিশুর, ঈদের একদিন আগেই বিদ্যুৎপৃষ্ট হয়ে মারা গেলেন তারা। রোববার (১৬ জুন) দুপুরে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামে ।

দুই শিশুর মধ্যে মো. নয়ন মিয়া মজলিশপুর ইউনিয়নের ছোট বাকাইল গ্রামের মো. শামীম মিয়ার ছেলে ও একই এলাকার মো. লিটন মিয়ার ছেলে মো. নাঈম মিয়া। বাড়ির পাশেই একটি টিনের ঘরে তারা বিদ্যুতায়িত হয়।

ঘটনাটি নিশ্চিত করেছেন মজলিশপুর ইউনিয়নের দায়িত্বরত বিট পুলিশের অফিসার (এসআই) শাহিদুল আলম।

তিনি বলেন , বিদ্যুতের তার লিকেজ হয়ে একটি বাড়ির টিনের ঘর পড়ে। ওই বাড়ির উঠানে দুপুরে খেলা করছিল শিশু নয়ন ও নাঈম। একপর্যায়ে তারা ঘর স্পর্শ করলে বিদ্যুৎস্পষ্টে ঘটনাস্থলেই মারা যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আমরা এসেছি। এ বিষয়ে পরিবারের অভিযোগের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে তিনি জানান ।

ঘটনাটি দুঃখ প্রকাশ করে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সেলিম শেখ বলেন, ঈদের আগের দিন দুই শিশুর মৃত্যু অত্যন্ত দুঃখজনক। প্রয়োজনে উপজেলা প্রশাসন পরিবার দুটির পাশে থাকে।