ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন সুলতান মিয়া (৫২) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তার বাড়ি টাঙাইলের মির্জাপুর উপজেলায়। তিনি এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত ছিলেন।

শনিবার (১৫ জুন) বেলা সাড়ে ৩টার দিকে তার মৃত্যু হয়।

ঢাকা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (ভারপ্রাপ্ত) সুভাষ কুমার ঘোষ জানান, তার বাড়ি মির্জাপুর উপজেলার আদালত পাড়ায়। তার বাবার নাম আবেদ আলী। কয়েদি নম্বর ১৪০১/এ।

তিনি জানান, চিকিৎসার জন্য জানুয়ারি মাসে তাকে টাঙাইল কারাগার থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। সেখানে কয়েক দফায় চিকিৎসা নিয়ে আবার ফেরত যান। তবে সবশেষ ১৩ জুন তাকে আবার হাসপাতালটির মেডিসিন বিভাগের ৬০১ নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়। সেখানে শনিবার চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।