ঢাকার সাভারে শুদ্ধাচার কৌশল ও কর্মপরিকল্পনা ২০২২-২৩ এর আওতায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সুশাসন প্রতিষ্ঠার নিমিত্ত অংশীজনের অংশগ্রহণে ২য় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৫ জুন) সকালে সাভার উপজেলা পরিষদের সম্মেলন কক্ষ বিজয়-৭১ এ সভা অনুষ্ঠিত হয়।
সাভার উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহযোগিতায় এবং স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ এর আয়োজনে সভায় সভাপতিত্ব করেন সাভার উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মাজহারুল ইসলাম।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ.কে.এম. নূরুন্নবী কবির।
সভায় বিশেষ অতিথি ছিলেন- যুগ্ম-সচিব ও পরিবার পরিকল্পনা ঢাকা বিভাগের পরিচালক মোঃ মাহবুব আলম, সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঞ্জুরুল আলম রাজীব।
বার্তা বাজার/জে আই