সাকিব আল হাসান ফাউন্ডেশন এর পক্ষ থেকে মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান শরিয়তউল্লাহ হোসেন মিয়া রাজনকে সংবর্ধনা দিয়েছন সব্দালপুর ইউনিয়ন বাসী।
বুধবার বিকেলে সব্দালপুর ইউনিয়নের আমতৈল মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানে বিশিষ্ট ব্যবসায়ী মোঃ দাউদ বিশ্বাসের সভাপতিত্বে ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুসফিকুর রহমান মিল্টনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,সাকিব আল হাসান ফাউন্ডেশনের চেয়ারম্যান খন্দকার মাসরুর রেজা।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শ্রীকোল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কুতুবুল্লাহ হোসেন মিয়া।অনুষ্ঠানে সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃমিজানুর রহমান , সাবু মিয়া এবং লিপটন মিয়া। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,উপজেলা আওয়ামী লীগের সহ – সভাপতি এ্যাড.হারুন-অর-রশিদ,উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন কানন, উপজেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক আনিচুর রহমান কনক, উপজেলা কৃষক লীগের সভাপতি মোঃ নজরুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা খাঁন তৈয়বুর রহমান, উপজেলা যুবলীগ নেতা হাসানুজ্জামান হান্নানসহ আরো অনেকেই।