পাবনার লিবিয়া প্রবাসী জিম্মি দুই ব্যাক্তিকে পুলিশী তৎপরতায় উদ্ধার করা হয়েছে। একই সাথে বাংলাদেশী অবস্থানরত অপহরনকারী চক্রের কাছ থেকে উদ্ধার করা হয়েছে চার লাখ টাকা।

বৃহস্পতিবার সন্ধায় পাবনার পুলিশ সুপার আকবর আলী মুনসি এই তথ্য জানান। এর আগে অপহরনকারী চক্রের বাংলাদেশী দুই সহযোগীকে চাদপুর থেকে আটক করা হয়।

পাবনা শহরের রামানন্দপুর এলাকার মামুন (৪০) গত ৪ বছর যাবত লিবিয়ার সিটি খলিফা নামক স্থানে দরজির দোকান নিয়ে ব্যবসা করে আসিতেছিল। গত ইং ১৪ মে সকালে অজ্ঞাতনামা ইমো নম্বর থেকে মামুনের স্ত্রীকে জানানো হয় তার স্বামীকে অপহর করা হয়েছে জীবিত ফেরত চাইলে তাদের দশ লক্ষ টাকা মুক্তিপন দিতে হবে।

অপহরনকারীরা বাংলাদেশী বিকাশ নম্বর দিলে মামুনের স্বজনেরা দশ লক্ষ টাকা প্রদান করে। ১০ লাখ টাকা পাবার পরও অপহরনকারীরা মামুনকে মুক্তি না দিয়ে আরো পনেরো লাখ টাকা দাবি করে। মামুনের স্বজনেরা পাবনায় পুলিশকে জানালে ডিবি পুলিশ অপহরনকারীদের দেওয়া বিকাশ নম্বরের সুত্র ধরে অপহরনকারীর সহযোগী হাবিবুর রহমান সুমন (৩০) ও রবিউল আ্ওয়াল রবি (২৮)কে চাঁদপুর থেকে গ্রেফতার করে।

পরে তাদের রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে বিভিন্ন কৌশল অবলম্বন করে মামুনকে উদ্ধার করে। এবং অপহরনকারী চক্রের সদস্যদের কাছ থেকে চার লাখ টাকা উদ্ধার করে। একই ভাবে পুলিশ জানতে পারে পাবনার সুজানগর উপজেলার শান্তিপুর এলাকার মুন্নাফ নামের এক লিবিয়া প্রবাসী আটক আছে। একই ভাবে পুলিশ ততপরতা চালীয়ে তাকেও উদ্ধার করে।