লিবিয়ার উপকূল থেকে ঝুঁকিপূর্ণ পথে ইটালি পৌঁছাতে গিয়ে ভূমধ্যসাগরে মারা গেছেন ১১ জন অভিবাসনপ্রত্যাশী৷ তাদের মরদেহগুলো উদ্ধার করেছে বেসরকারি সংস্থা ডক্টর্স উইদাউট বর্ডার্স (এমএসএফ)৷সংস্থাটি জানিয়েছে ।

শনিবার (৮ জুন) লিবিয়ার উপকূল থেকে উদ্ধার-জাহাজ জিও ব্যারেন্টস মরদেহগুলো উদ্ধার করেছে৷ উদ্ধারের পর মরদেহগুলো ইটালির দ্বীপ লাম্পেদুসার কাছে অবস্থানরত ইটালীয় উপকূলরক্ষীদের একটি জাহাজে স্থানান্তর করা হয়েছে৷ ডক্টরর্স উইদাউট বর্ডার্স জানিয়েছে, তাদের উদ্ধার-জাহাজ জিও ব্যারেন্টস নয় ঘণ্টারও বেশি সময় ধরে অভিযান চালিয়ে মরদেহগুলো উদ্ধার করেছে৷

অভিবাসন প্রত্যাশীদের মৃত্যুর বিষয়ে এমএসএফকে জানিয়েছিল সমুদ্রে বিপদাপন্ন অভিবাসন প্রত্যাশীদের উদ্ধারে কাজ করা জার্মান মানবিক সংস্থা সি-ওয়াচ৷সি-ওয়াচের নজরদারি বিমানটি ভূমধ্যসাগরে এসব মরদেহগুলোর সন্ধান পায়৷ জার্মান সংস্থাটি জানিয়েছে, এসব অভিবাসন প্রত্যাশীরা কোনো জাহাজডুবির শিকার হয়েছিল কিনা তা স্পষ্ট নয়৷