দিনাজপুরের ঘোড়াঘাটে দীর্ঘদিন যাবত মাদকের জমজমাট ব্যবসা করে আসছিলেন বানেছা বেগম (৪৬)। নিজ বাড়ি থেকেই তিনি বেচাকেনা করতেন ব্যথানাশক নিষিদ্ধ টাপেন্টাডল ট্যাবলেট। এ নিয়ে তার প্রতিবেশীরা দীর্ঘদিন যাবত অভিযোগ করে আসছিলেন।
স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে মাদক ব্যবসায়ী বানেছা বেগমের বাড়িতে বুধবার (১২ জুন) বিকেলে অভিযান চালায় ভ্রাম্যমান আদালত। এতে নেতৃত্ব দেয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম। সেখানে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদের নেতৃত্বে থানা পুলিশের একটি দল অংশ নেন।
অভিযানে মাদক বেচাকেনরা সময় হাতেহাতে তাকে আটক করে পুলিশ। বাড়ির ভেতর থেকে জব্দ করা হয় দেড় ফিট সাইজের একটি গাঁজার গাছ। আটক বানেছা বেগম ঘোড়াঘাট পৌর এলাকার দক্ষিণ নয়াপাড়া গ্রামের দুলাল মিয়া স্ত্রী। ভ্রাম্যমান আদালত আটক বানেছা বেগমকে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান আসাদ বলেন, ঘোড়াঘাট পৌর এলাকার বেশ কয়েকজন মাদক ব্যবসায়ীর তালিকা আমরা তৈরি করেছি। তাদেরকে গ্রেপ্তারে আমাদের গোয়েন্দারা কাজ করছেন। যেকোন মূল্যে মাদক ব্যবসায়ী নির্মূলে আমরা কাজ করছি। এ বিষয়ে আমাদের পুলিশ সুপার স্যার সার্বিক দিক নির্দেশনা প্রদান করছেন। সাজাপ্রাপ্ত নারীকে বৃহস্পতিবার (১৩ জুন) সকালে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।