রংপুরের মিঠাপুকুর উপজেলা প্রথমিক শিক্ষা অফিসে অভিযান চালিয়েছে দুদকের একটি দল। উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারীর বিরুদ্ধে ঘুষগ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়ায় এ অভিযান পরিচালোনা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

রংপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ( দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়। সোমবার (৫ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

সূত্রে জানা যায়, মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারীর বিরুদ্ধে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সার্ভিস বই জমা গ্রহণের সময় প্রত্যেকের নিকট হতে ঘুষ গ্রহণ এবং জানুয়ারি ২০২৩ মাসের ০৯ দিনের বেতন প্রদানে প্রত্যেকের নিকট পুনরায় ঘুষ দাবির প্রেক্ষিতে দুদক, জেলা কার্যালয়, রংপুর হতে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়।

দুদক টিম কর্তৃক উপজেলা শিক্ষা অফিস, মিঠাপুকুর পরিদর্শনকালে সহকারী শিক্ষকদের বক্তব্য গ্রহণ করেন। অফিস সহকারী উপজেলা শিক্ষা অফিসার অফিসে না থাকায় সহকারী শিক্ষা অফিসার ও অন্যান্য স্টাফদের বক্তব্য গ্রহণ করেন। সার্ভিস বুক সংগ্রহ পূর্বক নতুন যোগদানকারী সহকারী শিক্ষকদের সাথে যোগাযোগ করা হয়।

এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ড পত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিম জানিয়েছে।

বার্তাবাজার/রাআ