ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা সদরের ঐতিহ্যবাহী আসাদুজ্জামান বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস মিলন নামে এক শিক্ষানুরাগী ব্যক্তি।

বুধবার (১২ জুন) সকালে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কার্যালয়ে সভাপতি গঠনকল্পে এক নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনে পরিচালনা কমিটির সাত সদস্য ভোটাধিকার প্রয়োগ করেন। এতে চার ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন মির্জা আব্বাস মিলন। অপরদিকে তার প্রতিদ্বন্দ্বী গীতিকার শামসুদ্দিন হাসু পেয়েছেন তিন ভোট। নির্বাচনে প্রিজাইডিং অফিসারের দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার আশরাফুর রহমান।

মির্জা আব্বাস মিলন বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদের সহোদর। এছাড়াও তিনি বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহবায়ক।

নবনির্বাচিত সভাপতি মির্জা আব্বাস মিলন বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার মানন্নোয়নের পাশাপাশি অবকাঠামোগত উন্নয়নে মনোনিবেশ করা আমার মূল লক্ষ্য। আমাকে যারা এই দায়িত্ব দিয়েছেন, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমার জন্য সবাই দোয়া করবেন ও সকলের কাছে সার্বিক সহযোগিতা কামনা করি।’