বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাশ করার পর নবীন আইনজীবীদের সংবর্ধনা জানান, গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতি। ২৩ব্যাচের ৫১জন নবীন আইনজীবী গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে যোগদান করায় নবীন সংবর্ধনা দেওয়া হয়।

এ সময় আইনজীবী সমিতির সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাড. এম. জুলকদর রহমানের নেতৃত্বে। সোমবার (৫জুন) দুপুর ২ঘটিকায় শেখ সেলিম(অডিটরিয়াম) ভবনের জেলা আইনজীবী সমিতির সভা কক্ষে এই সংবর্ধনার আয়োজন করা হয়।

আবু হেনা মোস্তফা কামালের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব এ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম, সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান, এ্যাডভোকেট আহম্মেদ নওশের আলী, এ্যাডভোকেট বাবু সুনীল কুমার দাস, এ্যাডভোকেট দ্বীন মোহাম্মদ শিকদার, এ্যাডভোকেট মো কামরুল ইসলাম, এ্যাডভোকেট আজগর আলী খান সহ বারের সিনিয়র আইনজীবীরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র শ্রীমদ্ভগবদগীতা থেকে শ্লোক ও পবিত্র কোরআন থেকে তেলওয়াত পাঠ করা হয়। জেলা আইনজীবী সমিতির পক্ষ থেকে সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান সহ বারের সিনিয়র আইনজীবীরা নবীন আইনজীবীদের সম্মাননা স্মারক প্রদান করেন ।

সংবর্ধনা অনুষ্ঠানের সূচনা বক্তব্যে, সাধারন সম্পাদক আলহাজ্ব এ্যাডভোকেট এম. জুলকদর রহমান নবীন আইনজীবীদের স্বাগত জানান এবং তাদের ভবিষ্যৎ আইনি পেশাকে শুভকামনা জানান। তিনি বলেন, দেশের উচ্চপদস্ত যত চাকরী রয়েছে, তার মধ্যে বেশিরভাগ পদ আইনজীবীদের। সেজন্য তিনি নবীন আইনজীবীদের আইনি পেশায় উৎসাহিত করেন। দেশ ও জনগনের সেবায় আইনি পেশার গুরুত্ব অনেক। সেজন্য তিনি নবীন আইনজীবীদের আইনকে সুষ্ঠ ও সঠিকভাবে ব্যবহার করার অনুরোধ করেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন বারের সিনিয়র আইনজীবী বাবু সুনীল কুমার দাস। এসময় তিনি নবীন আইনজীবীদের উপদেশ দিয়ে বলেন, টাকার পেছনে না দৌঁড়িয়ে আইনে পেছনে দৌঁড়াতে হবে ৷ আইনজীবীদের দায়িত্ব আইনের যথাযথ প্রয়োগ করা, তাই আপনারা সবাই আইনের সঠিক ব্যবহার করবেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে আলহাজ্ব এ্যাডভোকেট চৌধুরী খসরুল আলম বলেন, সংবিধান অনুসারে আইনের দৃষ্টিতে সবাই সমান। সুতরাং কেউ আইনের উদ্ধে না। সেজন্য তিনি নবীন আইনজীবীদের আইনের যথাযথ প্রয়োগের অনুরোধ জানান।

বার্তাবাজার/রাআ