টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় গৃহহীন ও ভুমিহীন পরিবার কে জমি ও গৃহ প্রদান মঙ্গলবার সকাল ১১টায় উদ্ধোধন করা হয়েছে।এ সময় প্রধান মন্ত্রী শেখ হাসিনা একযোগে সারা দেশে ভিডিও কনফারেন্সের মাধ্যমে উদ্বোধন হরেন।

উপজেলার বিভিন্ন ইউনিয়নে ৭২টি ঘর ও জমির কাগজ বুঝিয়ে দেওয়া হয়। উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) ইরতিজা হাসানের সভাপতিতে উপজেলা অডিটোরিয়ামে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভুমি কিশোর কুমার দাস,ওসি তদন্ত সজল খান,জামুরিয়া ইউনিয়নের চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সহসভাপতি শহিদুল ইসলাম খান হেষ্টিংস,ঘাটাইল সদর ইউনিয়নের চেযারম্যান মিজানুর রহমান হিরা,উপজেলা কৃষি অফিসার দিলশাদ জাহান সহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।