নাটোরের লালপুর উপজেলার আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের বিরতির দাবিতে মানববন্ধন ও রেলপথ আবরোধ চলাকালে স্টেশনে ভাংচুরের ঘটনায় আটককৃত চারজনসহ অজ্ঞাত দুইশ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

সোমবার (৫ জুন) সকালে আটককৃত নাদিম, শরিফুল ইসলাম সবুজ, মমিন, রিজুয়ানসহ চারজনকে আদালতের মাধ্যমে পাবনা কারাগারে প্রেরণ করা হয়েছে। এর আগে রবিবার (০৪ জুন) রাতে আজিমনগর রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার আমিনুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী জিআরপি থানায় মামলা দায়ের করেন। ঈশ্বরদী জিআরপি থানার ওসি মিহির কর্মকার বিষয়টি নিশ্চিত করেছেন।

এঘটনায় গতকাল দুপুর থেকে আজিমনগর রেলওয়ে স্টেশন বন্ধ আছে। তবে বিশেষ ব্যবস্থায় টিকিট দেওয়া হচ্ছে। উল্লেখ্য, রবিবার ৪ জুন সকাল ১০ টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশনে আন্ত:নগর ট্রেন চিলাহাটি এক্সপ্রেসের বিরতির দাবিতে প্লাটফরমের ওপর মানববন্ধন করে পরে রেললাইনের ওপর অবরোধ করে। পরে বেলা সাড়ে ১২টার দিকে গোবরা-রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস থামাতে ব্যার্থ হয়ে স্টেশনে হামলা চালিয়ে টিকিট কাউন্টারের কাঁচ ভাংচুর করে।

এঘটনায় ওই দিন নাদিম,শরিফুল ইসলাম সবুজ,মমিন,রিজুয়ান নামের চার যুবককে আটক করেন পুলিশ।

বার্তাবাজার/রাআ