আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে জিলানীর কিশোর গ্যাং গ্রুপ ও ১ নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল হোসেন জয় গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ৬ জন গুরুতর আহত হয়েছে।
রাজধানী উত্তরার ৭ নং সেক্টর ২৪ নং রোডের ১৭ নম্বর বাসা সংলগ্ন সুপার হোস্টেলের সামনে শনিবার সন্ধ্যায় জয় গ্রুপ ও জিলানীর কিশোর গ্যাং গ্রুপ সদস্যদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৫ জনকে হাসপাতালে নেয়া হয়েছে। যাদের মধ্যে রুবেল হোসেন জয় (২৮), মোস্তাফিজুর রহমান অভি (২২), জিএম জিলান (১৮), রাহি সায়মান তালহা (১৮), ওয়াসিফ (১৮), ও রকি ইসলাম (২৫) এর হাত, পা ও মাথা সহ শরীরের বিভিন্ন স্থানে ৮/১০ টি করে সেলাই দিতে হয়েছে। এ ছাড়া হাতের শিরা কেটে যাওয়া, আঙুল ভেঙে যাওয়া ও নিলা ফুলা যখমতো রয়েছেই।
জানা যায়, কিছুদিন আগেই রুবেল হোসেন জয় ডিএনসিসির ১ নং ওয়ার্ডের ছাত্রলীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন। আর এই সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় তার জন্য কাল হয়ে দাঁড়ায়। ফলে জিলানী গ্রুপের প্রতিহিংসার কারণেই মূলত এই হামল।
পরে উভয় পক্ষ একে অপরের বিরুদ্ধে পৃথক দুটি মামলা দায়ের করেছে। যার প্রেক্ষিতে দুই পক্ষেরই ১১ জনকে গ্রেপ্তার করেছে উত্তরা পশ্চিম থানা পুলিশ।
গতকাল ৯ জুন সংঘর্ষ ও মামলার বিষয়টি নিশ্চিত করে উত্তরা পশ্চিম থানার উপ-পরিদর্শক (এসআই) হাসান মুনশি সাংবাদিকদের জানান, উভয় পক্ষ থেকে পৃথক দুটি মামলা হয়েছে, এ ঘটনায় আমরা ১১ জননে আটক করেছি এবং অন্যান্নদের আটকের চেষ্টা চলছে। তদন্তের পর প্রকৃত ঘটনা জানতে পারবো।