ঈদুল আজহা উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার কালিকচ্ছ বাজারের সড়ক ও ফুটপাত দখল করে অবৈধ গরুর হাট বসিয়েছেন ব্যবসায়ীরা।ইতিমধ্যে ওই অবৈধ হাটে গরু-ছাগল মহিষও বেচাকেনা শুরু হয়েছে।

সোমবার (১০ জুন) দুপুরে সরজমিনে দেখা যায়, সরাইল-নাসিরনগর লাখাই আঞ্চলিক সড়কের দুপাশ দখল করে বসেছে এ গরুর হাট। সড়কে ওপর অস্থায়ী বাঁশ, খুঁটির বসিয়ে গরু ও ছাগল বেঁধে রাখা হয়েছে।

কালিকচ্ছ বাজারে কুরবানির পশুর হাটের প্রশাসনের পক্ষ থেকে কোনো অনুমোদন নেই । অনুমোদনহীন হাটে চোরাই গরু বেচা-কেনা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং অবৈধ এ বাজারটি অতিসত্বর বন্ধ করা প্রয়োজন বলে মনে করছেন সচেতন মহল।

উপজেলার কালিকচ্ছ ইউনিয়নের চানপুর, ধরন্তি থেকে আগত গরু বিক্রেতা কালাম ও সেলিমসহ একাধিক বিক্রেতা জানান, এলাকার নিকটবর্তী হওয়ায় তারা এ বাজারে গরু বিক্রি করতে আসছেন।
তবে আরও কয়েকজন বলেন, বাজারটি ইজারা আছে, মজিদ নামে এক লোক চার লাখ টাকার বিনিময়ে ইউনিয়ন পরিষদের কাছ থেকে ডেকে এনেছেন।

এ বিষয়ে কালিকচ্ছ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ছায়েদ বলেন, বাজারটি অনুমোদন নেই। গ্রামের লোকরা এমনিতে গরু নিয়ে বসে।

এ ব্যাপারে ব্রাহ্মণবাড়িয়া সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মোহাম্মদ মেজবাহ উল আলম ভূঁইয়া বলেন, বাজার অনুমোদন দেওয়া হয়নি। রাস্তার উপরে হাট বসানোর সুযোগ নেই। এ বিষয়ে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।