চট্টগ্রামে ১১ বছর আগের এক হত্যা মামলার আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৭।

সোমবার (১০ জুন) গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানান র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মোঃ শরীফ উল আলম।

তিনি জানান, দীর্ঘ ১১ বছর পর গোপন সংবাদের ভিত্তিতে রোববার নগরীর হালিশহর থানার বড়পুল এলাকা থেকে মোঃ মামুন (১২) নামে হত্যা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব-৭।

গ্রেফতার মামুন চট্টগ্রামের ভুজপুর থানার কোম্পানিটিলা গ্রামের আজিজুল হক ওরফে চিকন মিয়ার ছেলে। ২০১৩ সালে চট্টগ্রামের ভুজপুরে সংগঠিত হত্যা মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত আসামি ছিল মামুন। মামলার পর থেকে গ্রেফতার এড়াতে সে দীর্ঘ ১১ বছর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে আত্মগোপন করে ছিল।