সোহরাওয়ার্দী কলেজ সাংবাদিক সমিতি নির্বাচন- ২০২৪ এর চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। ৯ জুন ২০২৪ খ্রি. (রবিবার), বেলা ১২ টা থেকে ৩ টা পর্যন্ত চলা এই নির্বাচনে ভোট প্রদান করেন মোট ২৩ জন ভোটার।
উক্ত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয় দৈনিক আশ্রয় প্রতিদিনের প্রতিবেদক ও অত্র কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী শেখ জাহাঙ্গীর আলম এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয় দৈনিক সবুজ বাংলা পত্রিকার প্রতিবেদক ও অত্র কলেজের বাংলা বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আকবর চৌধুরী।
এছাড়াও কার্যকরী পরিষদ- ২০২৪ এর জন্য নির্বাচিত অন্যান্য সদস্যগণ হলেন সহ সভাপতি সাদিয়া ইসলাম তিশা (মোহনা টিভি), যুগ্ন সাধারণ সম্পাদক আশিকা জান্নাত (শীর্ষ খবর), সাংগঠনিক সম্পাদক আমিরুল ইসলাম ফরহাদ (ঢাকা টাইমস), অর্থ সম্পাদক আবিদ হোসেন (বৈশাখী নিউজ ২৪.নেট), দপ্তর সম্পাদক অবন্তিকা সাহা (দৈনিক ইনফো বাংলা), প্রচার ও প্রকাশনা সম্পাদক আমিনুর শিকদার (দৈনিক স্বদেশ বিচিত্রা), তথ্য ও শিক্ষা সম্পাদক শহিদুল সাদ (দৈনিক নতুন দিগন্ত), নারী বিষয়ক সম্পাদক জিনিয়া ঐশর্য (এটিএন বাংলা) এবং কার্যনির্বাহী সদস্য ফাহিমুল ইসলাম (এই সময়), সাব্বির হাওলাদার (দৈনিক উন্মোচন), রহিমা বেগম (দৈনিক খোলা চোখ), আব্দুল আউয়াল (দৈনিক কলম কথা)।
এদিন নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন হাসান মেহেদী (প্রধান নির্বাচন কমিশনার) স্টাফ রিপোর্টার (ঢাকা টাইমস), ইমরান মাহমুদ, সিনিয়র রিপোর্টার (আশ্রয় প্রতিদিন) এবং মো. সাকিব আল হাসান, স্টাফ রিপোর্টার (মাতৃজগত)।