ইতালিতে ১৩ এবং ১৫ জুন ২০২৪ অনুষ্ঠিতব্য জি-সেভেন শীর্ষ সম্মেলনের নিরাপত্তা নিশ্চিত করতে দুই সপ্তাহের জন্য স্থগিত থাকবে ইতালির সকল স্থলবন্দর,সমুদ্রবন্দর ও বিমানবন্দরে শেনজেন চুক্তি দ্বারা প্রদত্ত অবাধ চলাচল ব্যবস্থা।

বাধা আরোপ করার অংশ হিসেবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুসারে ৫-১৮ জুন ইতালির সব ধরনের সকল সীমান্তে থাকবে রকমারি চেকিং এবং পাসপোর্ট কন্ট্রোল। শেনজেন সুবিধা স্থগিত থাকাকালীন সময়ে ইতালির ভিসা কিংবা রেসিডেন্সি থাকা সাপেক্ষে বাইরে থেকে ইতালিতে প্রবেশ করার সুযোগ অবশ্য যথারীতি বহাল থাকবে, মুখোমুখি হতে হবে শুধুমাত্র বাড়তি কড়াকড়ির। আন্তর্জাতিক মুদ্রা তহবিল স্বীকৃত বিশ্বের শীর্ষ সাত অর্থনীতির দেশের জোট জি-৭ এর এবারের আসর বসছে আড্রিয়াটিক উপকূলে দক্ষিণ-পূর্ব ইতালীয় বন্দরনগরী ব্রিন্দিসি প্রভিন্সে।

শীর্ষ সম্মেলনে যোগ দেবেন স্বাগতিক দেশ ইতালির প্রধানমন্ত্রী জর্জা মেলোনি, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাক, ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো, জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস এবং জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। শীর্ষ সম্মেলন উপলক্ষে সমগ্র ইতালি জুড়ে ব্যাপক গোয়েন্দা তৎপরতার পাশাপাশি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। ব্রিন্দিসি প্রভিন্সের আকাশ সীমা বন্ধ থাকবে ‘নো ফ্লাই জোন’ হিসেবে। আড্রিয়াটিকে কাজ করবে ডুবোজাহাজ।