৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ৪র্থ ধাপে কামারখন্দ উপজেলায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল মতিন চৌধুরি।
বুধবার (৫ জুন) সকাল ৮ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত স্বচ্ছভাবে হয় ভোটগ্রহণ। এরপর রাত ৮ ঘটিকার পর পর কামারখন্দ উপজেলা পরিষদ চত্বরে ফলাফল সংগ্রহ ও পরিবেশন কেন্দ্রে বেসরকারি ভাবে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার শাহীন সুলতানা।
চেয়ারম্যান পদে উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ সেলিম রেজাকে ৩১০৮ ভোটের ব্যবধানে হারিয়েছেন আব্দুল মতিন চৌধুরি। তিনি আনারন প্রতীকে পেয়েছেন ১৭ হাজার ২৮৬ ভোট। দোয়াত কলমে সেলিম রেজা পেয়েছেন ১৪ হাজার ১৭৮ ভোট। বর্তমান চেয়ারম্যান শহীদুল্লাহ সবুজ ঘোড়া প্রতীকে ১০ হাজার ৮০১, ইউসুফ আলী মোটর সাইকেল প্রতীকে ৩ হাজার ৫৯ ও রেজাউল করিম কাপ পিরিচ প্রতীকে পেয়েছেন ৫৩০ ভোট।
ভাইস চেয়ারম্যান (পুরুষ) পদে বর্তমান ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকে সেলিম রেজা সেলিমকে ১১৮৬ ভোটে হারিয়েছেন আনিছুর রহমান ভূইয়া। তিনি পেয়েছেন ১৭১৪০ ভোট, উড়োজাহাজ প্রতীকে শরীফুল ইসলাম ৫১২৭, তালা প্রতীকে হাফিজুর রহমান ৬৭১৭, আনিসুর রহমান মুরাদ বই প্রতীকে ৮৯৯ ভোট পেয়েছেন।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে প্রজাপতি প্রতীকে বর্তমান ভাইস চেয়ারম্যান সম্পা রহমানকে ৭ হাজার ১৪৩ ভোটে হারিয়ে বিজয়ী হয়েছেন উম্মে নূর। তিনি পেয়েছেন ১৬ হাজার ১৭ ভোট। সম্পা রহমান প্রজাপতি প্রতীকে পেয়েছেন ৮৮৭৪, হাঁস প্রতীকে উপজেলা মহিলা আ’লীগের সভাপতি তাহমিদা ওয়াজেদ মেরীনা পেয়েছেন ১৫ হাজার ১২৪, কলস প্রতীকে শেফালী খাতুন পেয়েছেন ৫৮০৭ ভোট পেয়েছেন।
ফলাফল ঘোষণা শেষে উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহীন সুলতানা বিজয়ীদের হাতে ফলাফল শীট হস্তান্তন করেন।