জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কেরাত প্রতিযোগিতায় দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম তৃতীয় স্থান অধিকার করেছে। সে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার দ্বীনি আলিম মাদরাসার ৮ম শ্রেনির ছাত্র।

সোমবার (৫ জুন) ঢাকার গভমেন্ট ল্যাবরেটরী স্কুল মিলনায়তনে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মিক্ষা অধিদপ্তর কর্তৃক আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতার মধ্যে কেরাত ক শাখায় তৃতীয় স্থান অধিকার করেছে ইলহাম।

ইলহাম বলেন, আমার এ সাফল্যে আমি প্রথমেই মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করছি। সেইসাথে আমার প্রিয় শিক্ষা প্রতিষ্ঠান দুর্গাপুর দ্বীনি আলিম মাদরাসা, আমার শিক্ষকবৃন্দ ও আমার পিতা মাতাসহ আমার জন্য যারা দোয়া করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ইলহাম এর বাবা আশরাফুল ইসলাম বলেন, ইলহাম তার সাফল্য দিয়ে নেত্রকোনা জেলার ময়মনসিংহ বিভাগের ভাবমূর্তি উজ্জ্বল করতে পেরেছে। সকলের কাছে ইলহামের জন্য দোয়া চাই। সে যেন আগামীতে আরো ভালো করতে পারে।

ইলহাম এর আগে একই বিষয়ের প্রতিযোগিতায় উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করেছে। এবার জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় ১ম স্থান ঢাকা বিভাগ, ২য় স্থান রাজশাহী বিভাগ এবং তৃতীয় স্থান অর্জন করেছে ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা জেলার দুর্গাপুর উপজেলার আহমাদ ইলহাম।

বার্তাবাজার/রাআ