জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে আজ। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত আওয়ামী লিগ সরকারের টানা তৃতীয় মেয়াদের প্রথম বাজেট।
দ্বাদশ জাতীয় নির্বাচনেই মাগুরা-১ আসন থেকে ১ লাখ ৮৫ হাজার ভোটে নির্বাচিত হয়েছেন সাকিব আল হাসান। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেওয়ার কারণে বাজেট অধিবেশনে থাকা হচ্ছে না এই ক্রিকেটারের।
একজন পেশাদার ক্রিকেটারের কাছে বিশ্বকাপ নিঃসন্দেহে সর্বোচ্চ প্রাধিকার। কিন্তু একই সঙ্গে মাগুরা-১ আসনের ভোটারদেরও তো তাদের জনপ্রতিনিধির কাছে প্রত্যাশা থাকবে বাজেট অধিবেশনে উপস্থিত থেকে তাদের কথা তুলে ধরার। সাকিবের ক্রিকেটার হিসেবে ব্যস্ত সূচি এবং সাংসদ হিসেবে ভূমিকা প্রায়ই এমন সাংঘর্ষিক পরিস্থিতির সূচনা করে।
সাংসদ হিসেবে প্রথম অধিবেশনের দিনেও গরহাজির ছিলেন সাকিব, কারণ সেই দিনে ছিল বাংলাদেশ প্রিমিয়ার লিগের খেলা। বিশ্বের অনেক জায়গাতেই ক্রীড়াবিদরা রাজনীতিতে এসেছেন। ইমরান খান, জর্জ উইয়াহ থেকে শুরু করে সদ্য সমাপ্ত ভারতীয় নির্বাচনে কীর্তি আজাদ এবং ইউসুফ পাঠান সাংসদ হয়েছেন।
কিন্তু তারা রাজনীতির মাঠে এসেছে খেলার মাঠের অধ্যায় সমাপ্ত করে। সাকিব আল হাসান খেলোয়াড় এবং রাজনীতিবিদ দুটো পরিচয়ই একসঙ্গে ধারণ করছেন তার অলরাউন্ডার স্বত্বার মতই।