ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিম রাইসি বলেছেন, যেকোনো ধরনের আগ্রাসন চালালে ইরানের পাল্টা হামলায় পৃথিবীর বুকে টিকে থাকার সামর্থ্য ইসরায়েলের থাকবে না।

মঙ্গলবার লেবাননেন একটি টেলিভিশন চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে এমন হুঁশিয়ারি দেন তিনি।

ইরানের প্রেসিডেন্ট বলেন, ইসলামি প্রজাতন্ত্রের শক্তি এখন আর এ অঞ্চলের কারো কাছে অজানা নয়। ইরানের বিরুদ্ধে ইহুদিবাদী সরকারের যেকোনো মূর্খ আচরণ হবে এটির শেষ পদক্ষেপ।

রাইসি বলেন, ইরানের পাল্টা হামলার প্রথম মুহূর্তটি সহ্য করাও ইসরায়েলের পক্ষে সম্ভব হবে না।

ইসরায়েল যে ইরানকে মোকাবিলা করার শক্তি রাখে না এটি তেল আবিব নিজে ভালো করে জানে বলেও মন্তব্য করেন রাইসি।

সাম্প্রতিক সময়ে তেল আবিব একাধিকবার ইরানের পরমাণু স্থাপনার ওপর হামলা চালানোর হুমকি দিয়েছে। এমনকি ইসরায়েলি কর্মকর্তারা এ কথাও বলেছেন যে, যুক্তরাষ্ট্রের সাহায্য ছাড়াই ইরানে হামলা চালাতে পারে তেল আবিব। সূত্র : পার্স টুডে।