আসন্ন কামারখন্দ উপজেলা পরিষদ নির্বাচনের আগের রাতে থানার ওসি ও বিজিবির ল্যাফটেটেন্ট পরিচয়ে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী আনিসুর রহমান মুরাদের কাছে চাদাঁ দাবি করা হয়েছে।

মঙ্গলবার (৪ জুন) সন্ধ্যায় ভাইস চেয়ারম্যান প্রার্থীকে ফোন করে প্রায় ২৫ হাজার টাকা চাওয়া হয়। যাচাঁয় বাচাঁয় শেষে প্রতারণার বিষয়টি বুঝতে পারলে কামারখন্দ থানায় একটি সাধারণ ডায়েরী করেন ঐ প্রার্থী।

প্রার্থী মুরাদ বলেন, আমি প্রতারণার বিষয়টি বুঝতে পেরে থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছি। কামারখন্দ থানার ওসি বলেন, থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন প্রার্থী। আমরা এবিষয়ে ব্যবস্থা নিবো।