নেত্রকোনার দুর্গাপুরে জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে সোমবার দুপুরে সুসং সরকারি মহাবিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় বর্ণাঢ্য র‍্যালী, মুক্ত আলোচনা, পরিচন্নতা অভিযান এবং সেই সাথে কলেজ ক্যাম্পাসে রোপণ করা হয় পরিবেশ বান্ধব গাছ।

জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি প্রভাষক জনপদ চৌধুরীর সঞ্চালনায় আলোচনা সভার সভাপতিত্ব করেন সুসং সকারি মহাবিদ্যালয়ের সম্মানিত অধ্যক্ষ(ভারপ্রাপ্ত) মো: আইনুল ইসলাম ।

আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক মো রফিকুল ইসলাম, অধ্যাপক মোঃ আব্দুর রাশিদ, অধ্যাপক মোঃ জালগীর হোসেন, ডা.মোঃ কামরুল ইসলাম, অধ্যাপক সমর চন্দ্র সেন, প্রভাষক মোঃ ফারুক আহমদ, প্রভাষক এস এম কামরুল ইসলাম জনি, সাংবাদিক দেলোয়ার হোসেন, প্রভাষক মানবেন্দ্র তাপস, প্রভাষক মোঃ রাকিব আহমেদসহ সংগঠনের সকল সদস্যবৃন্দ ।

সভাপতির বক্তব্যে অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মোঃ আইনুল ইসলাম বলেন, সমগ্র মানব সভ্যতার সুস্থতার জন্য সবার আগে প্রয়োজন নিরাপদ পরিবেশ। তাই আমাদের উচিত ভিতর থেকে সবুজ হয়ে উঠা, সামাজিক বনায়নের জন্য কাজ করা।

অধ্যাপক রফিকুল ইসলাম বলেন, জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন বিশ্ব পরিবেশ দিবসকে সামনে রেখে বেশ কিছু কার্যক্রম তারা হাতে নিয়েছে। এর মধ্যে তারা বিপন্ন পরিবেশ সম্পর্কে জনগণকে সচেতন করে চলেছে, পুরো বর্ষাব্যাপী পরিবেশ বান্ধব গাছ লাগানোর পরিকল্পনা নিয়েছে, এটা আমার কাছে বেশ ভাল লেগেছে । আমি তাদের এ উদ্যোগকে সাধুবাদ জানাই।

অন্যান্য আলোচকবৃন্দ বলেন, পরিবেশই আমাদের বেঁচে থাকার মূল ভিত্তিভূমি । তাই নিজেদের জন্য হলেও আমাদের উচিত নিজেদের পরিবেশকে সবুজ রাখা । আর এ ক্ষেত্রে অধিক পরিমাণে বৃক্ষরোপণ হতে পারে তার মূল সমাধান।

জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশনের সভাপতি প্রভাষক জনপদ চৌধুরী বলেন, জনপদ প্রাণ ও প্রকৃতি ফাউন্ডেশন একটি সামাজিক বনায়ন প্রচেষ্ঠা। আমরা এর মাধ্যমে সারা বাংলাদেশের প্রান্তিক তরুণদেরকে প্রাণ ও পরিবেশ সম্পর্কে কর্ম উদ্যমী করে তুলতে চাই। আমরা শুধু দিবস ধরে নয়, বরং আপনাদের সকলকে নিয়ে পুরো বর্ষা পরিবেশবান্ধব বৃক্ষরোপণ কার্যক্রম পরিচালনা করতে চাই।

পরে আয়োজন শেষে সদস্যদের মাঝে পরিবেশের জন্য সামান্য সঞ্চয়ের দরুণ প্রকৃতিসেবা ব্যাংক চালু ও বৃক্ষরোপণ করা হয়।

বার্তাবাজার/রাআ