মাদারীপুরের রাজৈরে ভাড়া ফ্লাট বাসা থেকে স্বর্না আক্তার (২০) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩ জুন) দুপুরে উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনের ৩ তলার একটি ফ্লাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। সে উপজেলার ঘোষালকান্দি গ্রামের আব্বাস আলী কাজীর (২১) স্ত্রী।

পুলিশ, পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুরের কুদ্দুসের মেয়ে স্বর্না আক্তার(২০) ও মাদারীপুরের রাজৈর উপজেলার ঘোষালকান্দি গ্রামের আব্দুস সালাম কাজীর ছেলে আব্বাস আলী কাজী(২১) প্রেমের সম্পর্কে জড়িয়ে ৪ বছর পূর্বে বিয়ে করে। একপর্যায়ে পারিবারিক কলহের সৃষ্টি হওয়ায় টেকেরহাট আবাসিক এলাকার সাগর মেম্বারের ৫ তলা ভবনের ৩ তলায় একটি ফ্লাট বাসা ভাড়া করে বসবাস করে আসছিলেন তারা। সেখানেই রোববার গভীর রাতে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার একপর্যায়ে বেদম মারধরের ঘটনা ঘটে। সোমবার দুপুরে সেই ফ্লাটেই ওই গৃহবধূর মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়লে চাঞ্চল্যের সৃষ্টি হয়। এদিকে এ ঘটনা জানাজানি হলে স্বামী আব্বাস আলী পালিয়ে যায়। তাদের সংসারে ১০ মাসের একজন কন্যা সন্তান রয়েছে।

রাজৈর থানার ওসি আসাদুজ্জামান হাওলাদার আসাদ জানান, মরদেহটি মাদারীপুর সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। গলায় রশি দিয়ে অত্মহত্যার সিমটম পাওয়া গেছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পাওয়ার পর আসল ঘটনা জানা যাবে।